পাকিস্তান ক্রিকেট
দেশের টেস্ট সিরিজ চলাকালে বিপিএল খেলতে এসেছেন শাহিন শাহ আফ্রিদি, দল থেকে জায়গা হারানো নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তিনি।
Published : 28 Dec 2024, 05:18 PM
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত পাকিস্তান। তবে দলে নেই শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে বাঁহাতি পেসার। কিন্তু এর মধ্যেই বিপিএল খেলতে বাংলাদেশে তিনি। এরই মধ্যে এটি নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমে ছড়িয়েছে নানান খবর। তবে সে বিষয়ে কিছু বলতে চাইছেন না আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন আফ্রিদি। চলতি মাসের শুরুতে ঘোষিত টেস্ট দলে রাখা হয়নি তাকে। দল ঘোষণার বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা। কিন্তু এরপর ঠিকই বিপিএল খেলার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।
এর মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর বের হয়, বিশ্রাম বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নয়। বরং শৃঙ্খলাভঙ্গের কারণে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে আফ্রিদিকে।
প্রোপাকিস্তানডটপিকে ওয়েবসাইটে প্রতিবেদনে বলা হয়, টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আফ্রিদিকে একটি চার দিনের ঘরোয়া ম্যাচ খেলতে বলেছিলেন এক নির্বাচক। কিন্তু তাতে রাজি হননি বাঁহাতি পেসার। তাই টেস্ট থেকে বাদই দেওয়া হয়েছে আফ্রিদিকে।
টেস্ট দল থেকে জায়গা হারিয়ে এবার ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল খেলতে এসেছেন আফ্রিদি। শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন তিনি। পরদিন দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন ২৪ বছর বয়সী পেসার।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আফ্রিদিকে টেস্ট দলে না থাকা নিয়ে প্রশ্ন করা হয়। তবে সেই প্রসঙ্গে উত্তর দিতে চাননি তিনি, ‘দুঃখিত! আমরা কি শুধু এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে পারি?’
বিপিএলের বাইরের প্রসঙ্গেও অবশ্য পরে কথা বলেন আফ্রিদি। বাংলাদেশের পেস বিভাগের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। ফাস্ট বোলারদের যথাযথ অগ্রগতির জন্য তিনি লাল বলের ক্রিকেট খেলানোর পরামর্শ দেন।
“বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করছে। গতি আছে, লম্বা বোলার।”
“আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন।”