নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সতেজ হয়ে ফিরতে টপ অর্ডার এই ব্যাটসম্যানকে দেওয়া হতে পারে বিশ্রাম।
Published : 15 Sep 2024, 03:54 PM
টেস্ট দলে থাকলেও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুবমান গিলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তিন ম্যাচের আসছে লড়াইয়ে টপ অর্ডার এই ব্যাটসম্যানকে বিশ্রাম দিতে পারে ভারত। পরের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে তাকে সতেজ অবস্থায় পেতেই নিতে পারে এই সিদ্ধান্ত।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের প্রথমটির জন্য গত ৮ সেপ্টেম্বর ভারতের ঘোষিত ১৬ জনের দলে আছেন গিল। চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সব কিছু ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দলেও থাকার কথা গিলের।
টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করেনি ভারত। সাদা বলের এই লড়াইয়ে গিলকে রাখবে না ভারত, নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে বিষয়টি।
“হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুবমানকে বিশ্রাম দেওয়া হবে। আপনি যদি সূচি দেখেন, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭, ১০ ও ১৩ (আসলে ৬, ৯ ও ১২) অক্টোবর। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর…তাই গিলকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ সিরিজের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ভারত।
ভারতের হয়ে এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টি খেলেছেন গিল। এক সেঞ্চুরি ও ৩ ফিফটিতে রান করেছেন ৫৭৮, স্ট্রাইক রেট ১৩৯.২৭। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৫ ম্যাচে তার রান চার হাজার ৪৭১। সেঞ্চুরি আছে ৬টি, ফিফটি ২৬টি।