এই অফারের আওতায় ক্রেতারা পেতে পারেন ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ডিসকাউন্ট।
Published : 02 Mar 2025, 06:20 PM
ঈদ উপলক্ষে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পণ্যে শুরু হচ্ছে ‘ডাবল খুশি অফার’ সিজন-৩।
সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রচারাভিযানের সূচনা করা হয়।
যমুনা ইলেকট্রনিক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা সারাদেশে যমুনা ইলেকট্রনিক্সের যেকোনো শো-রুম, ডিলার শোরুম, অনলাইন থেকে পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ নিশ্চিত ডিসকাউন্ট।
এ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসিসহ ২০ হাজার টাকার বেশি দামের পণ্য কিনলেই ডিজিটাল রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাবেন ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং নগদ ডিস্কাউন্ট।
যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষ যাতে এ পণ্য কিনে লাভবান হতে পারেন- সেজন্যই এমন বিশেষ উদ্যোগ। এ উদ্যোগে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পণ্য কিনলেই নিশ্চিত উপহার জিতে নিতে পারবেন ক্রেতারা।”
যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্লাহ সেলিম বলেন, ক্রেতারা যমুনা প্লাজা, ডিলার শোরুম, রিটেইলার শপ থেকে যমুনা পণ্য কিনলে এই অফার পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করছে।