এখন মাসে সাড়ে ৮ কোটি ডোজ টিকা তৈরি হচ্ছে ভারতে

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত উৎপাদন বাড়িয়ে এখন মাসে সাড়ে ৮ কোটি ডোজ কোভিড-১৯ টিকা তৈরি করছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 03:51 PM
Updated : 25 May 2021, 04:02 PM

কেরালার হাই কোর্টে দেওয়া ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

১৩৬ কোটি মানুষের দেশ ভারত উৎপাদন বাড়িয়েও টিকাদানে হিমশিম খাচ্ছে। ফলে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী দেশটি।

কোভিড-১৯ টিকার কয়েকটি এখন উৎপাদন হচ্ছে ভারতে। এর একটি একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, যা বানিয়ে দিচ্ছে পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

প্রধান দুটির আরেকটি টিকা ভারতেই উদ্ভাবন হয়েছে। কোভ্যাক্সিন নামে এই টিকা উদ্ভাবন করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক।

আদালতে দেওয়া তথ্যের ভিত্তিতে এনডিটিভি জানায়, সেরাম ইনস্টিটিউট এখন মাসে সাড়ে ৬ কোটি ডোজ কোভিশিল্ড টিকা তৈরি করছে।

বিভিন্ন রোগ সারাতে বিশ্বে উৎপন্ন টিকার ৬০ শতাংশই তৈরি হয় ভারতে। এর এক্ষেত্রে বড় অবদান বেসরকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের।

বেসরকারি আরেক প্রতিষ্ঠান ভারত বায়োটেক প্রতি মাসে দুই কোটি ডোজ কোভ্যাক্সিন টিকা তৈরি করছে বলে নয়া দিল্লি সরকার জানিয়েছে।

চাহিদার কারণে সেরাম তাদের মাসে উৎপাদন ক্ষমতা দেড় কোটি ডোজ বাড়িয়ে সাড়ে ৬ কোটি করেছে। আগামী জুলাইয়ের মধ্যে তা আরও বাড়াবে বলে সরকারকে জানিয়েছে।

ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন। ছবি: রয়টার্স

ভারত বায়োটেকের উৎপাদন ক্ষমতা ছিল ৯০ লাখ। চাহিদার কারণে তাদেরও উৎপাদন বাড়াতে হয়েছে। জুলাই মাসে তারা উৎপাদন এখনকার দ্বিগুণের বেশি বাড়ানোর প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে। তখন তাদের উৎপাদন দাঁড়াবে মাসে সাড়ে ৫ কোটি ডোজ।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের বাইরে রুশ টিকা স্পুৎনিকও ভারতে তৈরির প্রক্রিয়া চলছে। জুলাই নাগাদ রুশ টিকাও মাসে ১ কোটি ২০ লাখ ডোজ তৈরির লক্ষ্য ঠিক করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এর আগে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, জুলাই নাগাদ মাসে টিকার উৎপাদন ১৩ কোটিতে উন্নীত করা হবে।

বিশ্বে ‘টিকার কারখানা’ হিসেবে পরিচিত ভারতে গত ২৩ মে পর্যন্ত ১৯ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

টিকাদানে গতি আনলেও টিকার জন্য রাজ্যগুলোর হাহাকার থামেনি। অনেক রাজ্য সরকার দেশের বাইরে থেকেও টিকা আনতেও উদ্যোগী হয়েছে।

ভারত রপ্তানি বন্ধ করায় বাংলাদেশসহ অনেক দেশ বিপাকে পড়েছে। কারণে ভারত থেকে টিকা কিনে নিজেদের টিকাদান পরিকল্পনা সাজিয়েছিল দেশগুলো। কিন্তু এখন তা পাচ্ছে না।