সাউথইস্ট ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন

অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 12:36 PM
Updated : 27 March 2024, 12:36 PM

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং স্বাধীনতা দিবস উদযাপন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এএনএম মেশকাত উদ্দীন এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব বক্তব্য দেন।

তারা তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সঙ্গে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।