ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল নবীন বরণ

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০তলা ‘ফরাসউদ্দিন ভবন’ উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 04:16 PM
Updated : 29 Sept 2022, 04:16 PM

শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে শিক্ষালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তরের প্রায় ১৪০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন। 

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নামে ১০তলা ‘ফরাসউদ্দিন ভবন’ উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।