বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

গত ১৩ অগাস্ট দেশের ২৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 03:29 PM
Updated : 16 August 2022, 03:29 PM

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (gstadmission.ac.bd) এ ফল প্রকাশ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পরীক্ষায় ৫৬ দশমিক ২৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এ পরীক্ষায় পাস নম্বর ছিল ৩০। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৮ হাজার ১০৬ জন স করেছেন; অকৃতকার্য হয়েছেন ৩৭ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী।

মানবিক অনুষদভুক্ত এই ইউনিটে ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৫১২ জন।

গত ১৩ অগাস্ট বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ২৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়।