প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

“জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা,” বলেন অধ্যাপক নূরুন্নবী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 06:10 PM
Updated : 19 March 2023, 06:10 PM

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। 

ঢাকার বনানীতে শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুন্নবী মোল্লা অনুষ্ঠানে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। 

“কিন্তু বাংলাদেশের মানুষ এতোটাই অভাগা এখানে বাংলাদেশের স্থপতি, জাতির জনককে নিয়ে বিভাজন তৈরির ষড়যন্ত্র করা হয়েছে, এমনকি এখনো হচ্ছে।” 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম আরিফ ও পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা, এমবিএ ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. আহসান চৌধুরী ও এমবিএ বিভাগের কোরিয়ান শিক্ষার্থী সন ইয়ং প্যাক বক্তব্য দেন। 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শুভময় দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন আক্তার। 

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটেন আগত অতিথিরা।