আবরারকে স্মরণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মিনিট নীরবতা পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
Published : 07 Oct 2024, 05:26 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'মৌন মিছিল' করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নেতাকর্মীরা মিছিলটি নিয়ে বের হন। এরপর দোয়েল চত্বর হয়ে টিএসসি, কলাভবন ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে ওই মিছিল শেষ হয়। ওই সময় সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় শাখা ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের হাতে আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায় এই জমায়েতে।
মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আবরারকে স্মরণ করে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীতে এক নতুন বাংলাদেশ গড়ব বলেই এই কর্মসূচি নিয়েছি।"
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ।
মাত্র ৩৭ দিন তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর অখিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
দুই বছরের মাথায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন।
আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।