অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধা বৃত্তিসহ ৬৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়।
Published : 11 Jan 2025, 07:26 PM
নানা আয়োজনের মধ্য দিয়ে স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে নর্থ সাউথ।
এতে বলা হয়, স্নাতক ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করায় অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধা বৃত্তিসহ ৬৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “আপনাদের সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশকে স্থিতিশীল রাখতে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।”
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়টির লক্ষ এমন স্নাতক তৈরি করা যারা একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবে।
“এনএসইউ’র ক্লাব ও বিভিন্ন এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি নতুন শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেতে এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে তাদের স্কুলের পরিচয় তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।