আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
Published : 30 Jun 2023, 09:24 PM
নানা কর্মসূচির মধ্য দিয়ে ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন।
সেখান থেকে সকাল পৌনে ১০টায় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা যাবে টিএসসির পায়রা চত্বরে।
সকাল ১০ টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তেলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে।
সকাল সাড়ে ১০টায় টিএসসির মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।