এই স্বীকৃতি ইউল্যাবের ‘শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন’ বলে বিশ্ববিদ্যালয় করর্তৃপক্ষ মনে করছে।
Published : 11 Nov 2024, 05:25 PM
যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র্যাংকিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাব।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব জানিয়েছে, এশিয়ার র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে অবস্থান করছে, যা ইউল্যাবের ‘শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন’ বলে বিশ্ববিদ্যালয় করর্তৃপক্ষ মনে করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউল্যাব বিশ্ববিদ্যালয় পরিবারকে এই স্বীকৃতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ মান এবং নতুন উদ্ভাবনার প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধতাই এই স্বীকৃতির প্রমাণ।”
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র্যাংকিং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করে, তারপর ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস৷
ছয়টি সূচকে মোট ১০০ নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে কিউএস। এর মধ্যে অ্যাকাডেমিক খ্যাতি ৪০, চাকরির বাজারে সুনাম ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ২০, শিক্ষকদের গবেষণা ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ নম্বর করে ধরা হয়।