“শিক্ষার্থীরা এখন তাদের ডিগ্রির অগ্রগতি সহজেই বিশ্লেষণ করতে পারবে এবং প্রয়োজনীয় কোর্স সম্পর্কে বিভিন্ন তথ্য সহজে জানতে পারবে,” বলেন উপাচার্য।
Published : 07 Oct 2024, 06:46 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ‘বিবিএ কারিকুলাম লাইভ ইন্টারফেস’।
সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, গত ৩ অক্টোবর বিবিএ প্রোগ্রাম অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই কারিকুলাম চালু করা হয়।
বিবিএ প্রোগ্রামের পরিচালক মেহে জেড. রহমান বলেন, “এটি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য মাধ্যম। এর লক্ষ্য হচ্ছে বিবিএ ডিগ্রির বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করা, নির্দেশিকা প্রদান করা এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অভিজ্ঞতা বাড়ানো।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিভ্রান্তি নির্মূলে এটি সহায়ক হবে। তারা এখন তাদের ডিগ্রির অগ্রগতি সহজেই বিশ্লেষণ করতে পারবে এবং প্রয়োজনীয় কোর্স সম্পর্কে বিভিন্ন তথ্য খুব সহজেই জানতে পারবে।”
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।