বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
Published : 12 Jan 2025, 08:28 PM
ভালো ফলাফলের জন্য ২১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ২০২৪ সালের ‘সামার’ ও ‘ফল’ সেমিস্টারে ভলো ফলের জন্য বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক বি চৌধুরী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের উৎকর্ষতা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে নিজের, দেশের ও প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর প্রতি গুরুত্ব দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালের উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক উপস্থিত ছিলেন।