শিক্ষার্থীদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে একটি টিম গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 01 Aug 2024, 07:23 PM
দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। সেই সঙ্গে শিক্ষার্থীদের পাশে থাকারও প্রত্যয় জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, “সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত। এআইইইউবি এর যে সকল শিক্ষার্থীবৃন্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিয়ে এআইইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন।
“এআইইইউবির ছাত্র-ছাত্রীবৃন্দের সুস্থতা ও সার্বিক নিরাপত্তা আমাদের নিকট সর্বাধিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
শিক্ষার্থীদের চিকিৎসা, আইনি সহায়তা দেওয়া হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, “এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একটি জরুরি সেবা প্রদান টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ সংক্রান্ত প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে প্রদত্ত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”