এক বছর করে তাদের বহিষ্কার করা হয়েছে।
Published : 23 Jan 2025, 11:29 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সাংবাদিককে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে; যাদের বেশির ভাগ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এসব শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করা হয়। সোমবার কমিটির সভায় এ সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে।
প্রক্টর ও ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ঘটনায় ৮৪ শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা, কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে মারধর এবং ৩১ জুলাই এক সংবাদকর্মীকে মারধরের ঘটনা ঘটে।
বহিষ্কার হওয়া ৮৪ শিক্ষার্থী ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের পেটানোসহ শিক্ষার্থীদের অভিযোগে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।“
তিনি বলেন, বহিষ্কৃতরা ছাত্রলীগ কর্মী কি না জানি না। শিক্ষার্থী হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে। আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।