চবি উপাচার্য আবু ইউসুফ মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. আবু ইউসুফ আলম মারা গেছেন। তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। পরীক্ষা-ক্লাস স্থগিত করা হয়েছে একদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2010, 10:56 AM
Updated : 28 Nov 2010, 10:56 AM
চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. আবু ইউসুফ আলম মারা গেছেন। তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। পরীক্ষা-ক্লাস স্থগিত করা হয়েছে একদিন।
রোববার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান উপাচার্য আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন পিয়ারু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন নানা ধরনের রোগে ভুগছিলেন।
অধ্যাপক আবু ইউসুফ আলম ১৯৪৩ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি এক কন্যা সন্তানের জনক।
সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম এবং বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
চবি'র উপ-উপাচার্য মো. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামী কাল (সোমবার) সব পরীক্ষা-ক্লাস স্থগিত করা হয়েছে।
ড. আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন মেয়াদে চবি'র উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২৩১৭ ঘ.