বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া নটর ডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 09:47 AM
Updated : 4 July 2022, 09:47 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১১৫ নম্বর পান আসীর আনজুম খান, সমান নম্বর পেয়ে নটরডেম কলেজের আরেক শিক্ষার্থী খালিদ হাসান তুহিন দ্বিতীয় এবং জয়পুরহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থী জারিফা তাবাসসুম তৃতীয় হয়েছেন।

পরীক্ষায় তিনজনের প্রাপ্ত নম্বর সমান হলেও এইচএসসিতে বিজ্ঞানের বিষয়গুলোর নম্বর অনুযায়ী তাদের মেধাক্রম নির্ধারণ করা হয়েছে বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান।

মুন্সীগঞ্জের ছেলে আসীর আনজুম খান মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ষষ্ঠ এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় অষ্টম হয়েছিলেন।

গত ৩০ জুন প্রকাশিত বুয়েটের চূড়ান্ত পর্বের ফলাফলে আসীর প্রথম স্থান অর্জন করে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট এক লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় সমন্বিতভাবে ১১ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। সেই হিসেবে পাসের হার ১০ দশিমক ৩৯ শতাংশ।

ভর্তির যোগ্য এই ১১ হাজার ৪৪৬ জনের মধ্যে শেষ পর্যন্ত  ১ হাজার ৭৮১ জন মেধাক্রম অনুযায়ী বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।