ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থায়ী সনদ লাভ

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের শর্ত পূরণ করায় শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ পেয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2022, 06:10 PM
Updated : 5 June 2022, 06:10 PM

ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় পর্যাপ্ত সহায়তা, ফলাফল-ভিত্তিক অত্যাধুনিক শিক্ষা ও শিখন পদ্ধতি, আধুনিক পরীক্ষাগার ও গ্রন্থাগারের সুবিধা নিশ্চিত করে পরিবর্তনশীল বিশ্বে সফল পেশাদার হতে শিক্ষার্থীদের প্রাণবন্ত শিক্ষার পরিবেশ দিতে পেরেছে ইউএপি।