সমঝোতার পর সুনসান ঢাকা কলেজ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2022 02:11 PM BdST Updated: 21 Apr 2022 03:15 PM BdST
নিউ মার্কেট এলাকার দোকানিদের সঙ্গে সংঘর্ষের উত্তাপ পেরিয়ে দুদিন পর শান্ত হয়েছে ঢাকা কলেজ; সমঝোতা বৈঠকে সমাধানের আশ্বাসে ছাত্রাবাসে ফিরেছেন শিক্ষার্থীরা।
সোমবার রাতের সংঘর্ষের পর মঙ্গলবার দিনভর নিউ মার্কেট এলাকা ছিল রণক্ষেত্র । দুই পক্ষের মারামারিতে আহত হন অর্ধ শতাধিক, পরে তাদের দুজনের মৃত্যু হয়। বুধবারও পুরো এলাকা ছিল থমথমে, বিকালে কলেজ ফটকে বোমাবাজিও হয়।

সকালে নিউমার্কেট এলাকায় দেখা যায়, সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। দোকান খুলে দেওয়ায় বেচাকেনা চলছে বিপণিবিতানগুলোতে।
সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখা যায়। তবে ঢাকা কলেজের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন আনাগোনাও দেখা যায়নি।

আখতারুজ্জামান ইলিয়াস হলের ছাত্র হৃদয় হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাস তো একদম সুনসান, শান্ত স্বাভাবিক। আমরা যারা আছি হলে, নিজেদের মত কাজ করছি।”
বুধবার রাতে ১০ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ওই সংবাদ সম্মেলনে অংশ নেওয়া হৃদয় জানান, রাতের বৈঠকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় তাদের মধ্যে আর ক্ষোভ নেই।

রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় ১৪শ জনকে আসামি করে তিনটি মামলা হয়েছে।
কলেজের পরিস্থিতি ও মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন।

সূচি অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা কলেজে ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তবে রোজার মধ্যে অনেকে আগেই হল ছেড়ে গেছেন। সংঘর্ষের মধ্যেও কিছু শিক্ষার্থী হল ছেড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকে।
উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে ঈদ, কাল থেকে ছুটি। যারা বাড়িতে ঈদ করবে, তারা রেডি হচ্ছে। আস্তে আস্তে যাবে।”

-
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম চালু
-
‘সালাম না দেওয়ায়’ মারধর ঢাবির হলে, তদন্তে কমিটি
-
স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
-
আইইউবিতে হয়ে গেল গ্রীষ্মকালীন নবীণবরণ
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
-
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: অজ্ঞাতনামা ৩-৪শ জনের বিরুদ্ধে মামলা
-
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম চালু
-
স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু
-
‘সালাম না দেওয়ায়’ মারধর ঢাবির হলে, তদন্তে কমিটি
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া