নরসি মঞ্জি ইনস্টিটিউটের সম্মেলনে ইউল্যাব প্রতিনিধিদল

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2022, 03:59 PM
Updated : 30 March 2022, 03:59 PM

এ সম্মেলনের শিরোনাম ছিল ‘ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ভার্চুয়াল এক্সচেঞ্জ: বর্ডারলেস বিটুইন ইইউ অ্যান্ড এশিয়ান কান্ট্রিস’। 

মুম্বাইয়ের এসভিকেএম-এর নরসি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) আন্তর্জাতিক সংযোগ বিভাগ গত ২৩ ও ২৪ মার্চ এ সম্মেলনের আয়োজন করে বলে ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউল্যাব প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সিকিউএসের পরিচালক অধ্যাপক সুমন রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক আবু রাসেল এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক দিলশাদ হোসেন দোদুল।

ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস প্রজেক্টের সদস্য হিসাবে প্রতিনিধিদলের এই সফরের সময় ইউল্যাব ও এসভিকেএম-এর নরসি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) মধ্যে একটি চুক্তি সই হয়।

এই চুক্তির আওতায় শিক্ষামূলক এবং অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান দুটি পেশাগত উৎকর্ষ সাধনে একসঙ্গে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং সংক্ষিপ্ত শিক্ষা সফরেরও ব্যবস্থা থাকবে।