ঢাকা ইমপিরিয়াল কলেজের ২৫ বছর পূর্তি উদযাপন

রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী স্মারক উপহার, স্যুভেনির প্রদান, স্মৃতিচারণ ও আড্ডার আয়োজন করেছে ঢাকা ইমপিরিয়াল কলেজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2022, 03:08 PM
Updated : 9 Jan 2022, 03:08 PM

এ মাইল ফলকে পৌঁছানো উপলক্ষে বর্ণাঢ্য সাজে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠান উপলক্ষে জমজমাট হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

শনিবার কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে হৃদয়ে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তরুণদের আহ্বান জানান।

আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, মোঃ ওয়ালীউল্লাহ এফসিএ, এস. এম. মিজানুর রহমান ও স্বদেশ রঞ্জন সাহা এফসিএ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ইমপিরিয়াল কলেজ আয়োজিত মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের ‘রচনা প্রতিযোগিতা-২০২১’ এর পুরস্কার দেওয়া হয়।

কলেজটির সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ছিল আভাস ব্যান্ড এর পরিবেশনা।