নতুন আইনজীবী: ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় এবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন; যাদের সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2021, 02:55 PM
Updated : 12 Dec 2021, 02:55 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরীর ক্যাম্পাসে ‘স্ট্যামফোর্ড আইনজীবী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তীর্ণ আইনজীবীদের সাফল্য উদযাপনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়।

নতুন আইনজীবীদের ক্রেস্ট ও গাউন দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. নজিবুল্লাহ হিরু, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী প্রমুখ উপস্থিত ছিলেন।