বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীরা দেবেন ‘হাফ ভাড়া’

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থেকে বাসে ‘হাফ ভাড়া’ নেওয়ার সিদ্ধান্ত এসেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2021, 06:03 PM
Updated : 23 Nov 2021, 06:03 PM

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নেওয়ার কথাও সভায় জানিয়েছেন বাস মালিকরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের সামনে থেকে যে বাসগুলো ছেড়ে যায়, এবং যেগুলো ক্যাম্পাসে আসে; সেগুলোকে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেবে। সর্বনিম্ন ভাড়া ৫ টাকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে কখনও ‘অসৌজন্যমূলক’ আচরণ করলে তর্কে না গিয়ে বাসের নাম ও নম্বর দিয়ে প্রক্টর অফিস অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে শিক্ষার্থীদের অভিযোগ করতে বলেছেন তিনি।

সম্প্রতি ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হলে তিন দিনের পরিবহন ধর্মঘটের পর গত ৭ নভেম্বর সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাস মালিকদের সভায় বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানো হয়।

এরপর থেকে শিক্ষার্থীরা নগরীতে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ দেওয়ার দাবিতে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।

মঙ্গলবারও সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা।