জগন্নাথে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসায় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে বসিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 11:35 AM
Updated : 7 Sept 2021, 11:35 AM

ঝুলে থাকা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষাগুলো আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে বলে মঙ্গলবার সরকারি এই বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র কল্যাণের পরিচালক, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে সভায়।

দেশে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে।

এই সময়ে অনলাইনে ক্লাস চললেও পরীক্ষাগুলো আটকে রয়েছে। এই অবস্থায় অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিমালাও পাস করে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থতির অবনতি হলে যদি সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।