শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইইউবির ভূমিকা নিয়ে ওয়েবিনার

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- আইইউবি এর অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিস ‘শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আইইউবি’র ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 03:52 PM
Updated : 26 August 2021, 03:52 PM

বুধবার অনষ্ঠিত এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের প্রধান ড. মাহাদী হাসান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, ক্লাব অ্যাক্টিভিটির গুরুত্ব তুলে ধরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান বলেন, “আইইউবি এর একজন শিক্ষার্থী যখন পড়াশুনা শেষে বের হচ্ছে, তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যাতে অন্যদের সাথে কম্পিটিশনে অনেক দূর এগিয়ে থাকে।”

অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল অফিসের প্রধান ও উপ-পরিচালক লিমা চৌধুরী মহামারীকালে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইডের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দের পরিচালনায় ওয়েবিনারে আরও বক্তব্য দেন দারাজ বাংলাদেশ (আলিবাবা গ্রুপ)-এর ম্যানেজার (প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) ও আইইউবি এর সাবেক শিক্ষার্থী আমিনুর রশিদ, মিস বাংলাদেশ ২০১৮ ও আইইউবি এর বর্তমান শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশী।