জগন্নাথে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা সশরীরে ১০ আগস্ট থেকে

করোনাভাইরাস মহামারীর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আটকে থাকা পরীক্ষাগুলো আগামী ১০ অগাস্ট থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 03:59 PM
Updated : 13 June 2021, 04:00 PM

রোববার উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত পরীক্ষার জন্য ২৯ জুনের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। ইনস্টিটিউট ও বিভাগের কোর্স শিক্ষকদের ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস সম্পন্ন করতে হবে।

যেসব শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়নি তাদের ভর্তি প্রক্রিয়া ২৭ জুনের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কোর্স শিক্ষকদের নিজস্ব পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, গুগল ফরমে, ভাইভা, কুইজ) ১৮ জুলাইয়ের মধ্যে মিড টার্ম পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মহামারীর কারণে গত বছরের ১৮ মার্চ থেকে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে।ক্ষতি কমাতে অনলাইনে পাঠদান চালিয়ে গেলেও এতদিন পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।