জগন্নাথ থেকেই উপাচার্য চায় শিক্ষক সমিতি

নতুন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাউকে নিয়োগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 10:27 AM
Updated : 21 March 2021, 10:27 AM

এ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আলোচনার মধ্যে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দায়িত্ব পালন করা চারজন উপাচার্যের কেউ এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীজানুর রহমান উপাচার্য হিসেবে পরপর দুই মেয়াদ পালন করার পর গত ১৯ মার্চ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দিন আহমদ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখন বলছে, ‘শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . নূরে আলম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে আমরা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করব।”

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১০৬ জন অধ্যাপক রয়েছেন, যাদের মধ্যে গ্রেড-১ পদমর্যাদার ২৬ জন।

তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়ার দাবি জানিয়ে অধ্যাপক নূরে আলম বলেন, “উনারা বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করেন। বাইরে থেকে যারা আসেন, তারা নিজের মনে করেন না, তাদের সময় লেগে যায়।”