স্টামফোর্ডে ‘ভার্চুয়াল লার্নিং’ নিয়ে সেমিনার

ভার্চুয়াল পঠন-পাঠনকে সহজ করার উপায় খুঁজতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 01:24 PM
Updated : 5 July 2020, 01:24 PM

শনিবার অনলাইনে এই সেমিনার হয় বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্ট্যামফোর্ডের ফেইসবুক পাতায় সরাসরি সম্প্রচার করা ওই সেমিনারে ইউল্যাব ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক এবং মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম গ্যানিলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যপক রাফিউদ্দিন আহমদ রাফি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক মুহাম্মদ জে মুনীর এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও মার্কেটিং ডিসিপ্লিনের প্রধান রবিউল কবির আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আলোচকদের প্রত্যেকে বাংলাদেশে কীভাবে ভার্চুয়াল লার্নিংকে আরো সহজ করা যায় এবং সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায়- সে বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া এটি ব্যবহারে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে এবং তা থেকে উত্তরণের উপায় নিয়েও মতামত দেন তারা।”

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মার্কেটিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আহসান কবির রুবেলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া।