মধুর ক্যান্টিনে মেঝেতে বসে ছাত্রদলের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে নির্ধারিত জায়গায় চেয়ার-টেবিল না পেয়ে মেঝেতে বসে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 10:31 AM
Updated : 3 Oct 2019, 10:31 AM

তারা বলছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা আগে থেকেই চেয়ার টেবিল ক্যান্টিনের অংশ পাশে ‘টেনে নিয়ে দখল করে রাখায়’ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা এভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।

ওই সময় মধুর ক্যান্টিনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শখানেক নেতাকর্মী একপাশে মেঝেতে বসে আছেন।

অন্যপাশে নেতাকর্মীদের নিয়ে চেয়ার-টেবিল জুড়ে বসে ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কিছু সময় পরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ও আসেন সেখানে।

ছাত্রদলের নেতা-কর্মীরা সাংবাদিকদের সামনে কথা বলতে শুরু করলে টেবিল চাপড়ে স্লোগান দিতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নতুন কমিটি নিয়ে মধুর ক্যান্টিনে আসার পর থেকেই বারবার ছাত্রলীগের ‘হেনস্তার শিকার’ হতে হচ্ছে অভিযোগ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, “আমরা মধুতে আসার দুদিনের মধ্যে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। সাংবাদিকসহ আমাদের প্রায় চল্লিশজন নেতাকর্মী সেদিন আহত হন।

“তারা বিভিন্নভাবে আমাদের কটাক্ষ করছে। আজ আমরা মধুতে আসার পর কোনো চেয়ার পাইনি। তারা সব সরিয়ে রেখেছে এবং নিজেরা দখল করে বসে আছে।”

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এসে আমরা আমাদের নির্ধারিত জায়গায় কোনো চেয়ার-টেবিল পাইনি। সব চেয়ার টেবিল ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে তাদের জায়গায় নিয়ে রেখেছে। এর প্রতিবাদে আমরা নেতাকর্মীদের নিয়ে মেঝেতেই অবস্থান নিয়েছি।”

ছাত্রদলের এসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “মধুতে কোনো অছাত্রের জায়গা হবে না। এটা একটা অভিযোগ করার জন্যই অভিযোগ। সহাবস্থান ছাত্রদের সাথে সবসময় ছাত্রের হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এখানে যারা নিয়মিত, তাদের সহাবস্থান হবে।”

লেখক প্রশ্ন করেন, “অন্য সংগঠনের তো মধুতে বসা নিয়ে কোনো অভিযোগ নেই, শুধু তাদের (ছাত্রদল) এত অভিযোগ কেন?”

প্রায় দেড় ঘণ্টা মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে পরে নেতা-কর্মীদের নিয়ে বেরিয়ে যান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয় তাদের মিছিল।