আইইউবিএটিতে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আইইউবিএটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 12:33 PM
Updated : 27 August 2019, 12:33 PM

সোমবার আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে শোক দিবসের আলোচনা সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র  দেখানো হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক আব্দুর রব,বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্টার,বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুর রব বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়।

“আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হারিয়েছি।আমাদের উচিৎ মহান এ নেতাকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধাভরে তার দেশপ্রেমকে স্মরণ করা।”

অনুষ্ঠান শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির জনক এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।