বানমুন সম্মেলন সমাপ্ত

বৈশ্বিক সমস্যার সমাধান খোঁজার চেষ্টার মধ্য দিয়ে শেষ হয়েছে ইউনাইটেড ন্যাশন ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইউনিস্যাব আয়োজিত দশম বানমুন সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 04:54 PM
Updated : 23 Sept 2018, 04:54 PM

গত বৃহস্পতিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হওয়া এবারের তিনদিন ব্যাপী সম্মেলনে দেশের ২৫টি স্কুল-কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোকে অংশগ্রহণকারীরা এবারও ৮টি কমিটিতে ভাগ হয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেয়। সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, মিয়ানমারসহ বিশ্বের সমস্যা কবলিত দেশের হয়ে আলোচনায় অংশ নেন শিক্ষার্থীরা।

‘টেকসই ভবিষ্যত ও বৈশ্বিক নাগরিকত্ব অর্জনে মানসম্মত শিক্ষা’ছিল এবারের সম্মেলনের স্লোগান।

শনিবার সম্মেলনের সমাপনী পর্বে ঢাকায় জাতিসংঘের তথ্যকেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলি রেজা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি ফারহানা হেলাল মাহতাব, জাতিসংঘের তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এবং ইউনিস্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শাইখ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।