মারা গেছেন আইইউবিএটির উপাচার্য আলিমউল্যাহ মিয়া

বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যাহ মিয়া মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 12:08 PM
Updated : 10 May 2017, 12:08 PM

বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তার বয়স হয়েছিল ৭৬ বছর। আলিমউল্যাহ মিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তার মরদেহ উত্তরায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাখা হবে। জোহরের নামাজের পর সেখানে তার জানাজা হবে।

আলিমউল্যাহ মিয়া ১৯৬৪ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যিালয়ের আইবিএর প্রভাষক, অধ্যাপক এবং পরিচালক ছিলেন।

১৯৯১ সালে রাজধানীর উত্তরার ছয় নম্বর সেক্টরে প্রতিষ্ঠিত আইইউবিএটির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ১৯৯৪ সাল থেকে উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া তিনি সুইজারল্যান্ডের জেনভায় অবস্থিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর লেবার অ্যান্ড সোস্যাল সিকিউরিটি ল’ এর নির্বাহী কমিটির সদস্য, অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউশনস ইন সাউথ এশিয়ার (এমডিসা) অন্যতম প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য।

আলিমউল্যাহ মিয়া ১৯৪২ সালে কুমিল্লার চান্দিনা থানার কৈলাইন গ্রামে জন্মগ্রহণ করেন।

আগামী ১৪ মে বিকালে আইইউবিএটি প্রাঙ্গণে তার কুলখানি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।