ক্যাম্পাসের ভাড়া বাসা থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Published : 26 May 2023, 01:03 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের এক ছাত্রী নিজ বাসায় বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন প্রক্টর।
বৃহস্পতিবার রাতে সুমি ত্রিপুরা (২৪) নামের ওই শিক্ষার্থীর ‘আত্মহত্যার’ তথ্য জানিয়ে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভাইয়ের সাথে মনোমালিন্য হওয়ায় বিকালে নিজ বাসায় তেলাপোকা মারার ওষুধ খায় সুমি ত্রিপুরা।“
ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় চবি ক্যাম্পাস সংলগ্ন শাহী কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার হাজীপাড়া গ্রামে।
তবে কী নিয়ে মনোমালিন্য তা জানাতে পারেননি প্রক্টর।
সহপাঠীরা জানান, সুমি ত্রিপুরার বাবা এক বছর আগে মারা যান। সুমির বড় ভাই পুলিশে কর্মরত এবং ছোট ভাই চবি শিক্ষার্থী।
সুমির মৃত্যুর বিষয়ে ছোট ভাই সুমন ত্রিপুরার কাছে টেলিফোনে জানতে চাইলে তিনি এটিকে 'পারিবারিক বিষয়' দাবি করে কোনো মন্তব্য করতে চাননি।