‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পেয়েছেন শিক্ষকরা।
Published : 05 Dec 2024, 09:22 PM
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষাটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক রওশন আক্তার।
এদিন সকালে পরীক্ষাটি হওয়ার কথা ছিল। এর আগে ওই বর্ষের মোট নয়টি কোর্সের পরীক্ষা হয়। এদিন ছিল শেষ পরীক্ষা।
বিভাগের শিক্ষকরা বলেন, বুধবার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত একটি উড়ো চিঠি পায় চবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী।
সভাপতি রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উড়ো চিঠি পাওয়ার পর উপাচার্যসহ সংশ্লিষ্টরা আমাদের বিভাগে আসেন। পরে একাডেমিক মিটিংয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।“
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উড়ো চিঠির সঙ্গে জুড়ে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে বৃহস্পতিবারের পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
প্রশ্নপত্র ফাঁসের কারণ সম্পর্কে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, “আমাদের মনে হচ্ছে কোনওভাবে ইমেইল বা গুগল ড্রাইভ হ্যাক করে এ ঘটনা ঘটানো হয়েছে।”