Published : 03 May 2025, 07:23 PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে চালু হয়েছে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং।
ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম গ্রুপের যৌথ উদ্যোগে স্কুলটি বুধবার মেরুল বাড্ডা ক্যাম্পাসে উদ্বোধন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত সরকার ও অন্যান্য খাতে এই ধরনের সহযোগিতা করা। এমন উদ্যোগ দেশকে এগিয়ে নিতে সহায়তা করে।
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে জানার চেষ্টাকে উৎসাহিত করা হয়, বৈচিত্র্যকে সম্মান করা হয় এবং যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে ইতিবাচক পরিবর্তনের বাহক হিসেবে বিশ্বাস করে।”
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, সব মিলিয়ে এটি কেবল একটি উদ্যোগ নয়, বরং বৃহত্তর সামাজিক পরিবর্তনের অংশ।
উদ্বোধন অনুষ্ঠানে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আরশাদ এম চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার বক্তব্য দেন।