বাউবিতে চালু হচ্ছে গবেষণা অধ্যাপক ও অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি প্রোগ্রাম

এ সংক্রান্ত প্রস্তাব গত ১৮ ফেব্রুয়ারি বোর্ড অব গভর্নরসের সভায় অনুমোদন পায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2024, 05:15 PM
Updated : 26 Feb 2024, 05:15 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে গবেষণা অধ্যাপক এবং অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি প্রোগ্রাম।

সোমবার বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই প্রোগ্রামের আওতায় দেশি-বিদেশি গবেষকরা দেশি ও বিদেশি সংস্থা থেকে গবেষণা তহবিল সংগ্রহ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে গবেষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার নতুন প্রযুক্তির উদ্ভাবন, প্রায়োগিক ও মৌলিক গবেষণা করার লক্ষ্যে পূর্ণকালীন গবেষণা অধ্যাপক, পূর্ণকালীন সহযোগী গবেষণা অধ্যাপক ও অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব তোলেন। প্রস্তাবটি গত ১৮ ফেব্রুয়ারি বোর্ড অব গভর্নরসের সভায় অনুমোদন পায়।