বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
Published : 17 Sep 2024, 06:00 PM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাইক্রোবায়োলজি বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির (বিএসএম) যৌথ উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক মাইক্রোঅরগানিজম দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী চেতনা বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইসিডিডিআর'বির জ্যেষ্ঠ বিজ্ঞানী মনিরুল আলম সবাইকে মানব কল্যাণে অনুজীব বিজ্ঞানের তাৎপর্য, তরুণ প্রজন্মকে অনুজীব এবং অনুজীব বিজ্ঞান সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মনোয়ারা সুলতানা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর প্রতিরোধে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কমল কান্ত দাস অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স প্রতিরোধে মাইক্রোবায়োলজিস্টদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ আয়োজনের আহ্বায়ক স্টামফোর্ড ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মো. আফতাব উদ্দিন বাংলাদেশেও নিয়মিতভাবে এ দিবস উদযাপনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আশা প্রকাশ করেন।
পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজি গবেষণাগার প্রদর্শন করানো হয়। এ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের পুরস্কার এবং সনদ প্রদান করা হয়।