তার সহপাঠীদের সঙ্গে কথা বলতে পুলিশের একটি টিম বুয়েট যাবে বুধবার।
Published : 21 May 2024, 03:25 PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে জানিয়ে জিডি করেছে তার পরিবার।
নিখোঁজ মাহমুদুল হাসান তানভীর (২৪) বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে থাকতেন।
গত ১৭ মে বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর পূর্ব আজমপুরের নিজ বাসা থেকে হলের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তানভীর নিখোঁজ বলে জানিয়েছেন তার মা শারমিন সুলতানা। তিনি বিষয়টি জানিয়ে ১৯ মে দক্ষিণখান থানায় জিডি করেছেন।
নিখোঁজের মা শারমিন সুলতানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৪ মে বুয়েটের শহীদ স্মৃতি হল থেকে বাসায় আসে আমার বড় ছেলে মাহমুদুল হাসান তানভীর। ১৭ মে বিকেল সাড়ে ৩ টায় হলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। রাত ৯টার দিকে তাকে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
“পরে বুয়েটের শহীদ স্মৃতি হলে গিয়ে তার সহপাঠীদের কাছে, আত্মীয়স্বজনের বাসায় খোঁজ-খবর নিয়েছি। এরপর থানায় জিডি করেছি, তারপরও তার খোঁজ পাচ্ছি না।"
দক্ষিণখান থানার ওসি শেখ আমিনুল বাশার মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনও ওই শিক্ষার্থীর খোঁজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে তার খোঁজ নিচ্ছি।
“তার সহপাঠীদের সঙ্গে কথা বলতে আমাদের একটি টিম আগামীকাল বুয়েটে যাবে। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।”