এশিয়ান পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতল আইইউবির আদিত্য

দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2023, 12:50 PM
Updated : 21 Jan 2023, 12:50 PM

এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আদিত্য পারভেজ।

‘ডেডলিফটস’ শ্রেণিতে ৩১২ দশমিক ৫ কেজি ওজন উত্তোলন করে তিনি এ পদক জিতেছেন বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইইউবি।

এতে জানানো হয়, গত ২-৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে ২০১৯ সালে জাতীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন তিনি।
এবারের এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ২৯টি দেশের পাঁচশর বেশি প্রতিযোগী অংশ নেন। এবারই প্রথম বাংলাদেশের ৯ প্রতিযোগী এতে অংশ নেন ।
তাদের মধ্যে সাব জুনিয়র শ্রেণিতে ৪৭২.৫ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন রাইয়ান রহমান।