‘কফি উইথ করণে’ রানির পালিয়ে বিয়ে করার খবর জানিয়ে করণ বলেছেন, বিদেশে হওয়া ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন মাত্র ১৮ জন।
এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আদিত্য পারভেজ।
‘ডেডলিফটস’ শ্রেণিতে ৩১২ দশমিক ৫ কেজি ওজন উত্তোলন করে তিনি এ পদক জিতেছেন বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইইউবি।
এতে জানানো হয়, গত ২-৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০১৯ সালে জাতীয় পাওয়ারলিফটিং প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন তিনি।
এবারের এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ২৯টি দেশের পাঁচশর বেশি প্রতিযোগী অংশ নেন। এবারই প্রথম বাংলাদেশের ৯ প্রতিযোগী এতে অংশ নেন ।
তাদের মধ্যে সাব জুনিয়র শ্রেণিতে ৪৭২.৫ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন রাইয়ান রহমান।