“এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পেলেই বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ট্রমায় ফেলে দেয়", বলেন ঢাবি ছাত্রদল সভাপতি।
Published : 20 Feb 2025, 10:22 PM
ছাত্রশিবিরের বিরুদ্ধে সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে একই স্থানে ‘সংক্ষিপ্ত’ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, "এমসি কলেজের একজন শিক্ষার্থী মনের আকাঙ্ক্ষা থেকে 'গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে ওপেন স্পেসে এসে রাজনীতি করুন'- এমন স্ট্যাটাস দেন। এ কারণে একাত্তরের পরাজিত শক্তি ছাত্রশিবির তাকে বেধড়ক মারধর করেছে।
“যেকোনো সাধারণ শিক্ষার্থী যেকোনো ধরনের মানুষ যৌক্তিক সমালোচনা করবে। আমরা আমাদের মতামতের সঙ্গে সমন্বয় করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করি। কিন্তু তারা এখনও রগ কাটার চেষ্টা করেছে।"
তিনি বলেন, "তারা মতামতকে গ্রহণ না করে রগ কাটার মত অপরাধ করার চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে তার মত করে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের 'ট্রমা'র মধ্যে রেখে দেয়।"
ছাত্রশিবিরকে উদ্দেশ করে গণেশ চন্দ্র রায় বলেন, "আপনাদের উচিত ছিল ২০২৪ সালের ৫ অগাস্টের পর জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে প্রকাশ্যে রাজনীতির সুযোগ তৈরি করা।
“কিন্তু আপনারা আধিপত্য বিস্তারের জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসেছেন।"
তিনি বলেন, "ছাত্রদলের পেছনে লাগবেন না। যৌক্তিক সমালোচনা করুন। অসৎ উদ্দেশ্য হাসিল করার কোনো ষড়যন্ত্র করলে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে।
“যদি কেউ রাজনীতিবিদ হতে চান তাহলে ছাত্রদল সর্বোচ্চ সহায়তা করবে। কিন্তু যদি দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন, তাহলে আমরা আপনাদের প্রতিহত করব।"
ফেসবুকে মন্তব্যের জেরে বুধবার রাতে সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে।
আহত মিজানুরের অভিযোগ, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্নার উপস্থিতিতে তাকে মারধর করা হয়।
আরও পড়ুন
ফেইসবুকে মন্তব্য: এমসি কলেজের শিক্ষার্থীকে পেটাল 'ছাত্রশিবির'