“শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ আমেরিকার ওপর নির্ভর করে বেশিদিন টিকে থাকা যাবে না,” বলেন এম জি কিবরিয়া।
Published : 17 Dec 2024, 10:52 PM
বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বাণিজ্য ও বাংলাদেশ’ শিরোনামে বক্তৃতা অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ওই অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক এম জি কিবরিয়া বক্তব্য দেন।
দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দিয়ে কিবরিয়া বলেন, “শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ আমেরিকার ওপর নির্ভর করে বেশিদিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে।
“স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসঙ্গে আগামীতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, “দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে নায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক শামস রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।