বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব নেই: জাফর ইকবাল

“তুমি কী জানো এবং কতটা জানো এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 12:18 PM
Updated : 13 August 2022, 12:18 PM

পরিবর্তিত বাস্তবতায় প্রায়োগিক জ্ঞানের ওপর গুরুত্বারোপ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

এ বিজ্ঞান কল্পকাহিনী লেখক বলেছেন, “বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব পৃথিবীতে নেই; তুমি কী জানো এবং কতটা জানো, এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।”

শনিবার উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বাইনারি ফেস্টে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাফর ইকবাল বলেন, “দেখলাম- উত্তরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) শিক্ষকরা ইয়াং, এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে।

“ইয়াংদের হাতে এই ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্টে অনেক কাজ হবে।”

শনিবার উত্তরার পলওয়েল কনভেশন সেন্টারে এ অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি নাবিদ আজিজ, অ্যাডভাইজার (অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন) আবিদ আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদী।

এ বাইনারি ফেস্টে এক্সট্রা কারিকুলার প্রোগ্রাম হিসেবে বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট, সিটিএফ কনটেস্ট, স্পেলিং বি, বারোয়ারি ডিবেট কম্পিটিশন, ছোট গল্প লেখা প্রতিযোগিতা, আইকিউ কনটেস্ট, চেস কনটেস্ট, রোবটিক্স অলিম্পিয়াড অ্যান্ড ভার্চুয়াল প্রজেক্ট সিমুলেশন কমপিটিশন আয়োজন করা হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।