সম্মেলনে জাপান-যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের গবেষক ও শিক্ষকরা অংশ নেন।
Published : 07 Dec 2024, 05:50 PM
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের আয়োজনে হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন।
ক্যাম্পাসের মিলনায়তনে শুক্রবার ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক ওই সম্মেলন শুরু হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে বিভিন্ন গবেষণা উপস্থাপন ও ‘প্লেনারি সেশন’ হয়। নয়টি সিম্পোজিয়ামে ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যান্সার গবেষণা, মহামারী এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়েও আলোচনা হয়।
সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ১০টি দেশের গবেষক ও শিক্ষকরা অংশ নেন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, দুই দিনে দশটি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান হয়েছে। তারা এ সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরেন।
সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, “আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হয়েছি। আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।”
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান সামিনা আহমেদ, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক আইরিন দেওয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন।