সংলাপে বাংলাদেশে শ্রম বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ‘এডিআর’ ব্যবস্থার কার্যকারিতা এবং সম্ভাব্য সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Published : 01 Mar 2025, 09:03 PM
শ্রম সংক্রান্ত বিরোধের বিকল্প নিষ্পত্তি (এডিআর) নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)।
বাংলাদেশে শ্রম বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ‘এডিআর’ ব্যবস্থার কার্যকারিতা এবং সম্ভাব্য সংস্কার নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) এবং সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (সিএলআর) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তৈরি পোশাক শিল্পে আর্থিক শৃঙ্খলার অভাব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, “রপ্তানি খাতে প্রবৃদ্ধি সত্ত্বেও, কিছু কারখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, যা মূলত আর্থিক অব্যবস্থাপনার কারণে। শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও খাতের স্বচ্ছতা বাড়ানোর জন্য আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
সংলাপে বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তুওমো পোটাইনেন বক্তব্য দেন।
তিনি বলেন, “এডিআর ব্যবস্থাকে সফল করতে শক্তিশালী প্রতিষ্ঠান অপরিহার্য। শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়- একটি কার্যকর শ্রম আদালত, দক্ষ এডিআর প্ল্যাটফর্ম এবং শক্তিশালী শ্রম মন্ত্রণালয় দরকার, যাতে সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হয়।”
এসময় নীতিগত সংস্কার এবং শ্রম বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পরিবর্তন আনতে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
তিনি বলেন, “এ ধরনের সংলাপ একটি দক্ষ ও ন্যায়সঙ্গত এডিআর ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক সমাধান এবং তথ্য নির্ভর নীতি প্রণয়নকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এনএসইউর সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) সমন্বয়ক সেলিম রেজার সভাপতিত্বে সংলাপে সমাপনী বক্তব্য দেন এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক।
এছাড়া এনএসইউর স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. রিজওয়ানুল ইসলাম, আইন বিভাগের প্রভাষক নাফিজ আহমেদ, এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো আম্বাসাডর মোহাম্মদ সুফিউর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান সংলাপে অভিমত তুলে ধরেন।