পরিবেশবান্ধব উদ্যেগের কারণে এই স্বীকৃতি দেওয়া হয়।
আকিজ বোর্ড দেশের বাজারে নিয়ে আসছে সুপার ম্যাট বোর্ড ও মোল্ডিং মেলামাইন বোর্ড।
এছাড়া এমডিএফ বোর্ড, প্লাই উড, পিভিসি শিট, বোর্ডের এজ বেন্ডিং এবং জুট স্টিক দিয়ে বানানো পার্টিকেল বোর্ডও তারা বাজারজাত করছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ জানিয়েছে, সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে ডিলারদের সম্মেলনে নতুন এই পণ্য সংযোজনের ঘোষণা দেন আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালসের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) খোরশেদ আলম।
সারা দেশ থেকে আসা চারশর বেশি ডিলারের এই মিলনমেলায় আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক এম আর জামিলও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈচিত্র্যময় এই নতুন বোর্ডগুলো গ্রাহক থেকে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনদের ‘ইচ্ছেমত ডিজাইনে’ ফার্নিচার বানানোর সুযোগ করে দেবে।