প্রতিযোগিতায় হাতের লেখা, বানান প্রতিযোগিতা, ছোট গল্প লেখা, উপস্থিত বক্তৃতা, ব্যাকরণ, বিতর্ক এবং দেয়াল পত্রিকাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়।
Published : 11 Feb 2024, 07:05 PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এবং আধুনিক ভাষা বিভাগের উদ্যোগে ‘বেকম্যান’স তৃতীয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ: ভাষাপ্রেম ও প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
গেল বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের পথযাত্রায় দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ভাষাপ্রেমীরা একত্রিত হন। এই ভাষা অলিম্পিয়াডে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতায় হাতের লেখা, বানান প্রতিযোগিতা, ছোট গল্প লেখা, উপস্থিত বক্তৃতা, ব্যাকরণ, বিতর্ক এবং দেয়াল পত্রিকাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়।
যারা বিভাগীয় পর্বে নির্বাচিত হয়েছিল তাদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
নর্থ-সাউথ ইউনিভার্সিটির ইংরেজি এবং আধুনিক ভাষার বিভাগের শিক্ষকরা অংশগ্রহণকারীদের বিভিন্ন বিভাগে নির্বাচন করে মূল্যায়ন করেন।
শনিবার এনএসইউ মেইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কারের সঙ্গে সনদও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একিউএমএ রহমান ভূঁইয়া, আকিজ গ্রুপ লিমিটেডের পরিচালক ফয়সাল মানসুর, মানবিক ও সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক এস কে তাওফিক এম হক, এনএসইউ ট্রেজারার এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক এম ইসমাইল হোসেন।