ফাস্টফুড চেইন ‘ফ্রাই বাকেট’ রাজধানীতে আরও একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রাই বাকেট জানিয়েছে, তাদের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা সম্প্রতি রাজধানীর মগবাজারে শহীদ তাজউদ্দীন আহমদ সরণীতে শোরুমটির উদ্বোধন করেন।
এ নিয়ে রাজধানীতে ফ্রাই বাকেটের চারটি শোরুম চালু হল। মগবাজারের পাশাপাশি উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনশ্রীতে ফ্রাই বাকেটের শোরুম রয়েছে।
অনিমেষ সাহা বলেন, “আমরা ভোক্তাদের কাছে উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য ভোক্তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন স্থানে ফ্রাই বাকেটের নতুন শোরুম চালু করছি।”
ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, হেড অব অপারেশন রাশেদুল আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফাস্ট ফুডপ্রেমীদের জন্য ফ্রায়েড চিকেনসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করতে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী কোম্পানি প্রাণ গ্রুপ ‘ফ্রাই বাকেট’ চালু করেছে।