আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা মিলবে।
Published : 29 Jan 2024, 05:22 PM
দেশের ভেতরে ঘোরাঘুরির আনন্দ বাড়িয়ে দিতে নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে শেয়ারট্রিপ।
আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শেয়ারট্রিপ জানিয়েছে, অভ্যন্তরীণ ভ্রমণে বিমান টিকেট বুকিংয়ে বেইজ ফেয়ারের উপর ১৪ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে বিকাশ পেমেন্টে। শেয়ারট্রিপ ওয়েবসাইট বা অ্যাপ থেকে এ সুবিধা উপভোগ করা যাবে।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ার ট্রিপ ওয়েবসাইট বা অ্যাপ থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
অফার চলাকালে প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন আগ্রহীরা। ভ্রমণের ক্ষেত্রে তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।