বিকাশে রেমিটেন্স পাঠিয়ে ডায়মন্ড লকেট পেলেন ২৮ প্রবাসী

বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে ফেব্রুয়ারিতে ২৮ দিনের এই ক্যাম্পেইন করেছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 01:28 PM
Updated : 16 March 2023, 01:28 PM

বিকাশের মাধ্যমে একক লেনদেনে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ডায়মন্ডের লকেট পেয়েছে ২৮ প্রবাসী।

সোমবার বিকাশের প্রধান কার্যালয়ে এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ প্রবাসীদের পরিবারের হাতে এই পুরস্কার তুলে দেন।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে ফেব্রুয়ারিতে ২৮ দিনের এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

লকেট জেতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মিজান বলেন, “নিয়মিতই স্ত্রী, বাবা, ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই। যাকে পাঠাতে চাই তাকেই পাঠাতে পারি আবার যখন প্রয়োজন ঠিক তখনই পাঠাতে পারার জন্য বিকাশই ভরসা।”

এ বিষয়ে পুরস্কারপ্রাপ্ত প্রবাসীদের পরিবারের লোকজনের ভাষ্য, বিকাশে রেমিটেন্স পাঠালে সময় যেমন বাঁচে তেমনি ব্যাংকে না গিয়ে ঘরে বসেই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারেন তারা। তাৎক্ষণিক ও ঝামেলামুক্ত বিকাশের এই রেমিটেন্স সেবা নিরাপদ।

পাশাপাশি বৈধ উপায়ে রেমিটেন্স পাঠালে দেশের বৈদিশিক রিজার্ভ শক্তিশালী হবে বলেও জানালেন তারা।